ফায়ারফক্সে সহজেই ক্রিকেটের স্কোর দেখা এবং এলার্ট পাওয়া

ক্রিকেট খেলার চলতি স্কোর বিভিন্ন ওয়েব সাইট থেকে দেখা যায়। কিন্তু কোন ওয়েব সাইটে না ঢুকেই যদি ফায়ারফক্সের স্ট্যাটসবারে ক্রিকেটের চলতি স্কোর দেখা যায় তাহলে কেমন হয়! স্কোরওয়াচ নামের একটি এ্যাড-অন্স ইনস্টল করে এই সুবিধা পাওয়া যায়।
এজন্য https://addons.mozilla.org/en-US/firefox/addon/4699 থেকে এ্যাড-অন্স ইনস্টল করে ফায়ারফক্স রিস্টার্ট করুন। এখন স্ট্যটাসবারের ডানে স্কোর আসবে। এখানে ক্লিক করে স্কোরওয়াচ মেনু থেকে চলতি সকল খেলার স্কোর দেখা যাবে তবে স্ট্যটাসবারে যে খেলাটির স্কোর দেখতে চান Match List থেকে সেটির উপরে ক্লিক করলে সেই খেলাটির স্কোর স্ট্যটাসবারে প্রদর্শন করবে এবং নিয়মিত হালনাগাদ হবে। এছাড়াও Preference এ ক্লিক করে কত সময় পর পর হালনাগাদ করতে চান তা নির্ধারণ করে দিতে পারেন এবং Wicket Alert ও নির্বাচন করতে পারেন।
ডিফল্ট হিসাবে ক্রিকইনফোর (www.cricinfo.com) স্কোর দেখায় তবে ইংল্যান্ড এন্ড ওয়েইলস ক্রিকেট বোর্ডের ওয়েবসাইটের (www.ecb.co.uk) স্কোরও দেখতে পারেন। স্কোর সোর্স পরিবর্তন করতে পারেন স্কোরওয়াচ মেনুর Source এর ড্রপডাউন মেনু থেকে পরিবর্তন করলেই হবে। আর কোন চলতি খেলার পূর্ণাঙ্গ স্কোর দেখতে স্কোরওয়াচ মেনুর উক্ত খেলার ডানের Full scorecard বাটনে ক্লিক করলেই পেজটি খুলবে।

Posted in cricket, Firefox | Tagged , , | এখানে আপনার মন্তব্য রেখে যান

ওয়েব বা ব্লগ সাইটে ক্রিকেটের লাইভ স্কোর

আপনার নিজস্ব ওয়েব বা ব্লগ সাইটে ক্রিকেটের লাইভ স্কোরবোর্ড যুক্ত করতে পারেন। ফলে আপনার সাইট ভিজিটররা আপনার সাইটে ব্রাউজ করার সময় নতুন পেজ না খুলেই ক্রিকেটের চলতি স্কোর দেখতে পারবে। এজন্য www.vcricket.com সাইটে যান। পেজের উপরে Put Live Cricket Score Card for your Website / Blog এ ক্লিক করলে নতুন একটি পেজ আসবে। পেজের নিজের দিকে বিভিন্ন সাইজের স্কোরবোর্ডের তালিকা দেয়া আছে আপনি Preview তে ক্লিক করে দেখে নিতে পারেন। এরপরে Get Code এ ক্লিক করুন। অথবা সরাসরি www.vcricket.com/get_syndicated_scorecard_code.aspx এই ঠিকানাতে গেলেও হবে। এবার উপরে Developer key অংশে আপনার ইচ্ছামত কি দিন অথবা get it from here তে ক্লিক করে Domain Name/ URL এ আপনার সাইটের ঠিকানা লিখে Add বাটনে ক্লিক করলে কোড আসবে সেটি কপি করে এনে পেস্ট করুন। এবার ইচ্ছামত স্কোরবোর্ড ফরম্যাট নির্বাচন করে All teams নির্বাচিত রেখে নিচের Generate the code বাটনে ক্লিক করলে কোড আসবে যা আপনার সাইটে যুক্ত করলেই হবে।

Posted in cricket | Tagged , | এখানে আপনার মন্তব্য রেখে যান

উইন্ডোজ লাইভ মেইলে অতিরিক্ত ইমেইল ঠিকানা যোগ করা

উইন্ডোজ লাইভ মেইল (লাইভ, হটমেইল, উইন্ডোজ লাইভ, এমএসএন ইত্যাদি) তাদের গ্রাহকদের চলতি মূল ইমেইলের সাথে আরো অতিরিক্ত ৫টি ইমেইল ঠিকানা ব্যবহারের সুবিধা দিয়েছে। ফলে ব্যবহারকারীরা একই একাউন্টে একাধিক মেইল ব্যবহারের সুবিধা পাবে।
এজন্য ব্যবহারকারীদের উইন্ডোজ লাইভ মেইলে লগইন করে http://mail.live.com/?rru=createalias ঠিকানাতে যেতে হবে।
এবার ইমেইল ঠিকানা পছন্দ করে (এক্ষেত্রে hotmail.com এবং windowslive.com ডোমেইন ব্যবহার করা যাবে।) Create an alias বাটনে ক্লিক করে উক্ত ঠিকানাতে আসা মেইলগুলো কোথায় রাখবেন তা নির্বাচন করে Done বাটনে ক্লিক করুন।
এবার আপনার নতুন তৈরী করা ইমেইল ঠিকানা দ্বারা মূল ঠিকানার মতো চ্যাটিং এবং লগইন করতে পারবেন। এর আগে জিমেইল এবং ইয়াহু তাদের গ্রাহকদের অতিরিক্ত ইমেইল ঠিকানা ব্যবহারের সুবিধা দিয়েছে।

Posted in Uncategorized | এখানে আপনার মন্তব্য রেখে যান

Hello world!

Welcome to WordPress.com. This is your first post. Edit or delete it and start blogging!

Posted in Uncategorized | ১ টি মন্তব্য